আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
সহীহ ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করতে শেখা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরী। যেকোন নতুন ভাষা শেখা সবসময়ই একটু কঠিন। তবে আল্লাহর মেহেরবানিতে অন্যান্য যেকোন ভাষার তুলনায় কুরআনের ভাষা তিলাওয়াত বা পড়তে শেখা তুলনামূলক সহজ।
এই কোর্সটি ধাপে ধাপে প্রয়োজনীয় ছবি ও ভিডিওসহ তৈরি করা হয়েছে যাতে যেকোন বাংলা ভাষাভাষী সহজে ও সঠিকভাবে তিলাওয়াত শিখতে পারেন। সূরাতে তাজবীদের নিয়মগুলোর বাস্তব উদাহরণ দেখানো হয়েছে ও ভিডিওর মাধ্যমে প্রয়োজনীয় সূরাগুলোর মশক দেয়া হয়েছে। তাছাড়া প্রত্যেক অধ্যায়ের পর কুইজের মাধ্যমে নিজেকে যাচাইয়ের ব্যবস্থা রয়েছে।