আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ২০১২ সালে কুরআনের তাফসীর, হাদীস ও ইসলামী সাহিত্য ডিজিটাল পন্থায় মানুষের হাতে হাতে পৌছে দিতে সাহিত্য ও গবেষণা কেন্দ্র সাইমুমের প্রতিষ্ঠা। সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংস্থা বর্তমানে একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। ২০১৪ সালে আমরা বিখ্যাত একটি তাফসীরের মোবাইল এপ্লিকেশন তৈরি করি এবং এটি আশাতীত পরিচিতি লাভ করে।
এরপর থেকে আমরা অনলাইনে একটি স্টাডী প্ল্যাটফর্ম তৈরি করতে চেষ্ঠা করছি। বর্তমানে তাফসীরের ওয়ার্ডপ্রেস প্লাগিনের কাজ চলছে, যা বিতরণে যেকোন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তাফসীর দেখানো যাবে। আরবী ও অনুবাদের উন্নত সার্চিং সুবিধাসহ কুরআনের একটি সাইট তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে, এর এন্ড্রয়েড ও আইওএস এপ্লিকেশনও তৈরি করা হবে। এই সাইট ও অ্যাপগুলো এপিআই কল করে ডাটা আদানপ্রদান করবে, ফলে যেকোন ডেবলপারে তাদের সাইট ও এপ্লিকেশনে আমাদের ডাটাবেজ ব্যবহার করতে পারবে।
আমাদের পরবর্তী প্রোজেক্ট সমূহঃ হাদীসের ডাটাবেস, সাইট ও এপ্লিকেশন। সাইট ব্যবহারকারীদের জন্য কুরআন ও হাদীস স্টাডির পাশাপাশি এর থেকে নোট তৈরি ও একে অন্যের সাথে শেয়ার করার ব্যবস্থা। ব্যবহারকারীগণ নিজেদের গবেষণা ও নোট থেকে সাহিত্য রচনায় সহযোগিতা ইত্যাদি।
এখন আমরা আমাদের বিদ্যমান প্রকল্পগুলিকে উন্নত করার চেষ্টা করছি এবং বিভিন্ন নতুন প্রকল্পের পরিকল্পনা নিয়ে কাজ করছি যা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছায় উম্মাহকে উপকৃত করবে ঈনশা’আল্লাহ।
তাই সুপ্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে আপনাদের দোয়ায় শরীক রাখুন। আল্লাহ তায়ালা যেন আমাদের কাজ গুলোকে কবুল করেন, আমীন।